সূত্র: ২৫/২০১২
বরাবর,
চেয়ারম্যান
১২নং বড় বিঘাই ইউনিয়ন পরিষদ
বাদী বিবাদী
শাহিনারা বেগম(রিজিয়া) আঃ মাজেদ গাজী
জং হেমায়েত উদ্দিন মাস্টার পিতাঃ মৃতঃ আফছের গাজী
গ্রামঃ তিতকাটা গ্রামঃ বড় বিঘাই
উপজেলা ও জেলাঃ পটুয়াখালী উপজেলা ও জেলাঃ পটুয়াখালী
মহাত্মন,
বিনিত নিবেদন এই যে, বিবাদী সম্পর্কে আমার ছোট ভাই। আমারা দুই ভাই বোন। বিগত ৬/৭ বছর পূর্বে তার ছোলে জসিম বিদেশে যাওয়ার সময় আমি তাকে বিভিন্ন লোকের কাছ থেকে মাসিক সুদে ১,৫০,০০০( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা আনিয়া দিয়াছিলাম। উক্ত টাকার মাসিক সুদ আমি নিজে পরিশোধ করিয়া আসিতেছি। ইহার মধ্যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন তারিখে ৪০,০০০(চলিস্নশ হাজার)টাকা দিয়াছে। বাকি টাকা আজ দেব কাল দেব বলিয়া আমাকে ঘুরাইয়া আসিতেছে। উক্ত টাকার ব্যাপারে ৬ নং ওয়ার্ডের মোঃ খোকন হাওলাদার এবং ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরম্নল ইসলাম গাজী সব কিছু জানে। ইহা ছাড়া আরও অনেকে জানে । এ ব্যাপারনিয়া আমি তাহার নিকট টাকা চাইলে সে বিভিন্ন তাল বাহানা ও ছল চাতুরী করিয়া আসিতেছে। আমার ঘটনা সম্পূর্ন সত্য বলে আমি উক্ত মোকদ্দমার সু বিচার চাই।
সে মতে জনাবের নিকট আকুল আবেদন যাতে আমি আপনার মাধ্যমে উক্ত মোকদ্দমার সু বিচার পাইতে পারি তাহার মর্জি হয়।
তারিখঃ ২৫-০৯-২০১২ বিনিত নিবেদক
শাহিনারা বেগম(রিজিয়া)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS